Adsence

শুক্রবার, ২২ মার্চ, ২০১৩

হযরত হুযাইফা (রা:)  থেকে বর্নিত।  নবী করীম (সা:) বলেছেন : সেই সত্তার শপথ,  যার কুদরতী হাতে আমার  প্রান,  তোমরা অবশ্যই ভালো কাজের  আদেশ দিবে এবং মন্দ কাজ প্রতিরোধ  করবে,   অন্যথায় অচিরেই আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবেন না।  (তিরমিযী) 

হযরত আবু সাঈদ আল-খুদরী  ( রা:)  থেকে  বর্নিত  নবী করীম  (সা:)  বলেছেন  :  অত্যাচারী  শাসকের কাছে  ইনসাফ পূর্ন বক্তব্য তুলে ধরাই উত্তম জিহাদ। (আবু দাউদ, তিরমিযী) 

হযরত আনাস (রা:)  থেকে বর্নিত নবী করীম (সা:) বলেছেন :তোমাদের কেউই পরিপূর্ণ ঈমানদার হতে পারবেনা,  যে পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে,  যা সে নিজের জন্য পছন্দ করে।  (বুখারী ও মুসলিম) 

হজরত জাবির (রা:) থেকে বর্নিত তিনি  বললেন, রাসূলুল্লাহ (সা:) বলেছেন পাচ ওয়াক্ত নামাজ এর উদাহরণ হচ্ছে এরূপ যেমন তোমাদের কারো বাড়ীর দরজায় একটি গভীর নদী প্রবাহিত হচ্ছে আর সে প্রতিদিন এতে পাচবার গোসল করছে। (মুসলিম)