Adsence

সোমবার, ২৭ মে, ২০১৩

দোয়া


১)
  জাবির (রা:) থেকে বর্ণিত।  তিনি বলেন,  রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,  তোমরা নিজেদের বদদোয়া করোনা,  নিজেদের সন্তানদের বদদোয়া করো না,  নিজেদের  সম্পদের জন্য বদদোয়া করো না,  কারন তা সেই সময়ে পরে যেতে পারে,  যখন  আল্লাহর  কাছে  কিছুর জন্য প্রার্থনা করলে তা কবুল হয়,  এভাবে এই  বদদোয়াটিও  তোমাদের জন্য কবুল হয়ে যেতে পারে। (মুসলিম) 

২)  আবু হুরায়রা (রা:)  থেকে  বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,  বান্দা যখন সিজদায় থাকে  তখন তার রবের সবচাইতে  নিকটবর্তী হয়,  কাজই তোমরা (সিজদায় গিয়ে)  বেশী করে দোয়া করো। (মুসলিম) 

৩)  আবু উমামা (রা:)  থেকে  বর্ণিত। তিনি বলেন,  রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হল,  কোন দোয়া বেশী কবুল হয়?  তিনি বলেন,  শেষ রাতের মধ্যকালের ও ফরজ নামাজের পরের দোয়া । (ইমাম তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন এবং একে হাসান হাদীস বলেছেন) 


বুধবার, ১৫ মে, ২০১৩

পরিপূর্ণ ঈমান


রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন। "যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে ভালবাসলো, আল্লাহর জন্যই কারো প্রতি শত্রুতা পোষন করলো, আল্লাহর জন্যই কাউকে দান করলো, এবং আল্লাহর জন্যই কাউকে দান করা থেকে বিরত থাকলো, সে ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে নিলো।" (বুখারী) 

সোমবার, ১৩ মে, ২০১৩

অন্যায় কাজের প্রতিরোধ করার গুরুত্ব

১) হযরত হুযায়ফা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "সেই মহান আল্লাহর শপথ যার হাতে আমার প্রান, নিশ্চই তোমরা ভালো কাজের নির্দেশ দিবে এবং অবশ্যই অন্যায় ও খারাপ কাজ নিষেধ করবে, অন্যথায় আল্লাহ তার নিজের পক্ষ হতে তোমাদের উপর কঠিন আযাব পাঠাবেন। অতঃপর তোমাদের একেবারেই পরিত্যাগ করা হবে এবং তখন তোমাদের কোনো দোয়াও কবুল করা হবে না।" (তিরমিযী)


২) হযরত যারীর ইবনে আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, "আমি রাসুলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি যে, যে জাতির মধ্যে কোনো ব্যক্তি খারাপ কাজ করতে থাকে, সেই জাতির লোকেরা তার খারাপ কাজ করার পথ বন্ধ করে দিতে সমর্থ হওয়া সত্বেও যদি তারা না করে তবে আল্লাহ নিশ্চিত রুপে তাদের মৃত্যুর পূর্বে তাদের উপর কঠিন বিপদ চাপিয়ে দিবেন। (আবু দাউদ)



৩)  রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, আল্লাহর শপথ, হয় তোমরা অত্যন্ত দৃঢ়তার সাথে ন্যায় কাজ প্রতিষ্ঠা করবে এবং অন্যায় ও পাপকাজ থেকে লোকদের বিরত রাখবে এবং যালিমের হাত ধরে তার যুলুম বন্ধ করে দিবে ও তাকে অন্যায় পথ থেকে ফিরিয়ে সত্যের পথে পরিচালিত করবে, তাকে একমাত্র সত্যের উপর প্রতিষ্ঠিত করে দিবে অন্যথায় আল্লাহ তোমাদের পরস্পরের মনকে পরস্পরের সংঘাতে পাপ জর্জরিত করে দিবেন এবং শেষ পর্যন্ত পূর্বকালের পাপীদের মত তোমাদের উপরও অভিশাপ নাযিল করবেন। (আবু দাউদ) 


৪) হযরত আবু সাঈদ খুদরী (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা:) কে বলতে শুনেছি, তোমাদের কেও যখন কোনো অন্যায় কাজ (খারাপ কাজ) হতে দেখে সে অবশ্যই তা হাত দিয়ে (বল প্রয়োগে )বাধা দিবে (স্তব্ধ করে দিবে ) । যদি সে এ ক্ষমতা না রাখে তবে সে মুখের (কথার) দ্বারা তা বন্ধ করে দিবে (বাধা দিবে) । যদি সে এ ক্ষমতাটুকুও না রাখে তবে সে অন্তরের দ্বারা এর প্রতি ঘৃনা পোষন করবে।আর এটাই হচ্ছে ঈমানের দূর্বলতম স্তর।  (মুসলিম)


সুদ ঘুষ

১) ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। নিশ্চই নবী (সাঃ) সুদখোর, সুদ প্রদানকারী, সুদী কারবারের স্বাক্ষী এবং সুদের চুক্তি লেখক কে অভিশাপ দিয়েছেন। (বুখারী ও মুসলিম) 

২) আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "ঘুষখোর এবং ঘুষ দাতার উপর আল্লাহর অভিশাপ।" (বুখারী ও মুসলিম) 

৩) আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "বিচারের ক্ষেত্রে ঘুষ গ্রহনকারী এবং ঘুষ প্রদানকারীর উপর আল্লাহর অভিশাপ।"  (বুখারী ও মুসলিম) 

বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

প্রতিবেশী

১) আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "আল্লাহর শপথ, সে মুমিন নয়। আল্লাহর শপথ সে মুমিন নয়।" জিজ্ঞেস করা হল, হে আল্লাহর রাসুল, কে সে ব্যক্তি? রাসূলুল্লাহ (সাঃ) বললেন, "যার অনিষ্ট থেকে প্রতিবেশীগন নিরাপদ নয়।" (বুখারী ও মুসলিম)

২) আব্দুর রহমান ইবনে আবি কারাদ (রাঃ) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "যে ব্যক্তি চায় আল্লাহ ও তার রাসূল তাকে ভালবাসুক তাহলে তার উচিৎ কথা বলার সময় সত্য কথা বলা, আমানতদারের আমানত ফিরিয়ে দেয়া, প্রতিবেশীর সংগে উত্তম ব্যবহার করা।" (মিশকাত)