Adsence

বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪

পন্যের দোষ ত্রুটি গোপন না করাঃ


ওয়াসেলা রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্নিত আছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ত্রুটিযুক্ত পন্যের ত্রুটি না জানিয়ে তা বিক্রি করা নাজায়েজ। ত্রুটি জানা সত্তেও তা পরিস্কার বলে না দিয়ে গোপন রাখা অবৈধ। - (মুনতাকী)

একদা রাসুলুল্লাহ (সাঃ) বাজারে এক ব্যবসায়ীর নিকট দিয়ে যাবার সময় দেখলেন, সে খাদ্য সামগ্রী বিক্রি করছে। স্তুপের ভিতর হাত ঢুকিয়ে দিয়ে দেখতে পেলেন তা ভিজা। কারন জিজ্ঞেস করায় সে বললো, বৃষ্টিতে মাল ভিজে গিয়েছিলো। এ কথা শুনে রাসুলুল্লাহ (সাঃ) বললেন, ভিজাগুলো উপরে রাখলেনা কেন?
এ কথা বলে তিনি ঘোষনা করলেন, "যারা আমাদের সঙ্গে প্রতারনা করে তারা আমাদের দলভুক্ত নয়।"