Adsence

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

সূরা আল মোনাফেকুনঃ ৯

হে ঈমানদার ব্যাক্তিরা, তোমাদের ঐশ্বর্য ও সন্তানাদি যেন কখনো তোমাদের আল্লাহর স্মরন থেকে উদাসীন না করে দেয়, যারা এ কাজ করবে তারা চরম ক্ষতিগ্রস্থ হবে।(সূরা আল মোনাফেকুনঃ ৯)

সূরা আন নিসাঃ ৭৫

তোমাদের কি হয়েছে, তোমরা আল্লাহর পথে সেসব অসহায় নর-নারী ও শিশুদের জন্যে লড়াই করো না, যারা ফরিয়াদ করছে, হে আমাদের মালিক, আমাদের যালেমদের এই জনপদ থেকে বের করে নিয়ে যাও, অতপর তুমি আমাদের জন্যে তোমার কাছ থেকে একজন অভিভাবক দাও, তোমার কাছ থেকে আমাদের জন্যে একজন সাহায্যকারী পাঠাও। (সূরা আন নিসাঃ ৭৫)