Adsence

বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫



সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫

সুরা আল আনফালঃ২

মুমিন তো হচ্ছে সেসব লোক, আল্লাহকে স্মরন করানো হলে তাদের হৃদয় কম্পিত হয়ে ওঠে এবং যখন তাদের সামনে তাঁর আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা তাদের মালিকের ওপর নির্ভর করে। (সুরা আল আনফালঃ২)

সুরা ইউনুসঃ ৪৪

নিশ্চই আল্লাহ মানুষের ওপর কোনো রকম যুলুম করেন না, মানুষেরা নিজেরাই নিজেদের ওপর যুলুম করে। (সুরা ইউনুসঃ ৪৪)

সুরা আত তাওবাঃ২৯

যারা আল্লাহর ওপর ঈমান আনে না, পরকালের ওপর ঈমান আনেনা, আল্লাহ ও তার রাসুল যা কিছু হারাম করেছেন তা হারাম বলে স্বীকার করেনা, সত্য দ্বীনকে জীবন ব্যাবস্থা হিসাবে গ্রহন করেনা, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই চালিয়ে যাও, যে পর্যন্ত না তারা পদানত হয়ে স্বেচ্ছায় জিযিয়া দিতে শুরু করে। (সুরা আত তাওবাঃ২৯)