Adsence

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪

জীবন সঙ্গী নির্বাচন

আবু হুরাইরা (রাঃ) থেকে বর্নিত । রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, মেয়েদের বিয়ে চারটি জিনিসের ভিত্তিতে হয়ে থাকে, তার সম্পদের জন্য, বংশ মর্যাদার জন্য, রুপের জন্য ও দ্বীনদারীর জন্য। অতএব তোমরা দ্বীনদার নারী বিয়ে করো। তাহলে তোমাদের কল্যান হবে । -(বুখারী ও মুসলিম)

জামায়াতে নামাজ আদায় করার সওয়াব

আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ) থেকে বর্নিত । রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, একাকী নামাজ আদায় করার চেয়ে জামায়াতে নামাজ আদায় করার মর্যাদা সাতাশ গুন বেশী। -(মুসলিম)

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০১৪

মুসলমানের পছন্দ

আনাস (রাঃ) থেকে বর্নিত। নবী (সাঃ) বলেছেন, তোমাদের কেউ ঈমানদার হয় না, যতক্ষন পর্যন্ত না সে নিজের জন্য যা পছন্দ করে তার মুসলিম ভাইয়ের জন্যও তাই পছন্দ করে। (বুখারী)

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০১৪

সন্তানকে নামাজের শিক্ষা

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়স হলে নামাজের জন্য আদেশ করো। নামাজ না পড়লে দশ বছর বয়সের সময় প্রহার করো। এ বয়সে পৌছলেই তাদের শয্যা পৃথক করে দাও।

জান্নাতবাসী স্ত্রী

আনাস (রাঃ) থেকে বর্নিত। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, যে স্ত্রী পাচ ওয়া্ক্ত নামাজ পড়লো, রমজানে রোযা রাখলো, লজ্জাস্থানের হেফাজত করলো, স্বামীর আনুগত্য করলো সে ইচ্ছামত জান্নাতে যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। -(মিশকাত)

সদাচার

ইবনে উমর (রাঃ) থেকে বর্নিত। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, যে ব্যাক্তি আত্মীয়-স্বজনের সদাচারের কারনে তাদের সঙ্গে সদাচার করে তাকে প্রকৃত সদাচারী বলা যায় না। বরং প্রকৃত সদাচারী হলো সেই ব্যাক্তি যার আত্মীয়-স্বজন তার সাথে সম্পর্ক ছিন্ন করার পরেও সে তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করে। -(বুখারী)

সদকায়ে জারিয়া

আবু হুরাইরা (রাঃ) থেকে বর্নিত। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, মানুষের মৃত্যুর পর তার তিন রকমের আমল ব্যতিত সব রকমের আমলই বন্ধ হয়ে যায়। প্রথমত- সদকায়ে জারিয়া, দ্বিতীয়ত- জনহিতকর শিক্ষা, তৃতীয়ত - এমন সুসন্তান যে তার জন্য দোয়া করতে থাকে। -(মুসলিম)

ক্ষুধার্তকে সাহায্য করা

আনাস (রাঃ) থেকে বর্নিত। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, সর্বোত্তম সদকা হলো কোন ক্ষুধার্তকে পেট ভরে খাওয়ানো। -(মিশকাত)

রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪

উত্তরাধীকার থেক বঞ্চিত করা

আনাস (রাঃ) থেকে বর্নিত। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, যে ব্যাক্তি উত্তরাধীকার থেকে কোন উত্তরাধীকারীকে বঞ্চিত করবে, শেষ বিচারের দিন আল্লাহ সে ব্যাক্তিকে জান্নাতের উত্তরাধীকার থেকে বঞ্চিত করবেন। -(ইবনে মাজা)

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪

দ্বীনের ইলম বিদায় নেয়ার অর্থ

যিয়াদ বিন লুবাইদ (রাঃ) থেকে বর্ণিত। নবী করীম (সাঃ) একদিন একটা বিষয় উল্লেখ করেন এবং বলেন, ওটা এমন সময় ঘটবে যখন দ্বীনের ইলম বিদায় নিবে। আমি বললাম, হে আল্লাহর রাসুল, ইলম কিভাবে চলে যাবে ? আমরা আল কুরআন পড়ছি এবং আমাদের সন্তানদের তা শিখাচ্ছি। তারা আবার তাদের সন্তানদেরকে শিখাবে। রাসুলুল্লাহ (সাঃ) বললেন, আমি তোমাকে মদীনার প্রজ্ঞাবান ব্যক্তিদের একজন বলে মনে করতাম। তুমি কি দেখছোনা ইয়াহুদী এবং নাসারাগন তাওরাত এবং ইঞ্জিল পড়ছে অথচ ঐ গুলোর শিক্ষার আলোকে কাজ করছে না ? -(ইবনে মাজাহ)

বুধবার, ১৭ ডিসেম্বর, ২০১৪

কঠিন সময়

আবু হুরাইরা (রাঃ) থেকে বর্নিত আছে। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, এমন এক সময় আসবে যখন লোকেরা অর্থ উপার্জনে হালাল-হারাম বাছবে না। 
(বুখারী)

সোমবার, ১৫ ডিসেম্বর, ২০১৪

ব্যবসায়িক সদাচার

জাবির (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, ঔ ব্যাক্তির প্রতি আল্লাহ রহম করুন, যে ক্রয়-বিক্রয় এবং পাওনা আদায়ে নমনীয়। - (বুখারী)

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০১৪

সৎ উপার্জন

রাফে ইবনে খোদাইজ (রাঃ) থেকে বর্নিত আছে। তিনি বলেন, বলা হলো, হে আল্লাহর রাসুল, কোন উপার্জন উত্তম? রাসুলুল্লাহ (সাঃ) বললেন, ব্যক্তির নিজের হাতের উপার্জন এবং সৎ ব্যবসা। - (মিশকাত)

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০১৪

আমানতদারী এবং ঈমান

আনাস (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (সাঃ) আমাদের উদ্দেশ্যে ভাষন দানকালে বলেছেন, যার মাঝে আমানতদারী নেই তার মাঝে ঈমান নেই, আর যার মাঝে ওয়াদা পালন নেই তার মাঝে দ্বীন নেই। (মিশকাত)


ঈমান আনার অর্থ

রাসুলুল্লাহ (সাঃ) বললেন, তোমরা (আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধিগন) কি এক আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ জানো? তারা বললো, আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন। রাসুলুল্লাহ (সাঃ) বললেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহর সার্বভৌম শক্তি নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসুল এ কথার স্বাক্ষ্য দান, সালাত কায়েম করা, যাকাত আদায় করা এবং রমজানে রোযা রাখা। (মিশকাত)

ঈমানের বুনিয়াদ

হযরত ওমর ইবনুল খত্তাব (রাঃ) থেকে বর্নিত। একজন আগন্তুক রাসুলুল্লাহ (সাঃ) এর নিকট এসে জিজ্ঞেস করলেন, আমাকে ঈমান সম্পর্কে বুঝিয়ে বলুন, রাসুলুল্লাহ (সাঃ) বললেন, আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাবসমূহ, তার রাসুলগন, আখিরাত এবং তাকদীরের ভালো মন্দ যা কিছু আছে সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে তা জানা ও মানাই হচ্ছে ঈমান। (মুসলিম)

উক্ত হাদীসটি একটি বড় হাদীসের অংশ বিশেষ।

মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪

ব্যবসা বানিজ্যে সতর্কতা অবলম্বন

ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, ওজন দানকারী ও পরিমাপকারীদের উদ্দেশ্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের উপর এমন দুটো দায়িত্ব ন্যস্ত যার অপব্যবহারের জন্যে তোমাদের পূর্ববর্তী উম্মতগন ধ্বংস হয়ে গেছে। (তিরমিযি)

অর্থ্যাৎ আমরা যদি ব্যবসায়ের সামগ্রী ওজন করার বেলায় শঠতা বা দূর্ণীতি বা চুরি করি, যেমন ক্রয়ের বেলায় ওজনে বেশী নেয়া, বিক্রয়ের সময় ওজনে কম দেয়া তাহলে এটা মারাত্মক ধ্বংসের কারন হয়ে দাড়াবে।

মিথ্যা শপথ

আবু যর গিফারী (রাঃ) থেকে বর্নিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ শেষ বিচারের দিন তিন প্রকারের লোকের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। তাদরে জন্য নির্ধারিত রয়েছে যন্ত্রনাদায়ক শাস্তি। আবু যর গিফারী (রাঃ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল ঔসব ব্যর্থ ও ক্ষতিগ্রস্থ লোক কারা? রাসুলুল্লাহ (সাঃ) বললেন, 
- যে গর্ব করে গোড়ালির নীচ পর্যন্ত কাপড় পরিধান করে
- যে কারো উপকার করে তা বলে বেড়ায়
- যে মিথ্যা শপথ করে ব্যবসায় সমৃদ্ধি ঘটায় ।
(মুসলিম)