Adsence

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

সালাম দেয়া এবং সালামের উত্তর দেয়া

যখন তোমাদের (সালাম বা অন্য কিছু দ্বারা) অভিবাদন জানানো হয়, তখন তোমরা তার চাইতে উত্তম পন্থায় তার জবাব দাও, অথবা কমপক্ষে অনুরূপ জবাব দাওনিশ্চয়ই আল্লাহ্ সব কিছুর হিসাব গ্রহণ করবেন (সুরা আন নিসাঃ ৮৬) আল্লাহ প্রকাশ্যভাবে মন্দ বলা (পাপ ও মন্দ কথার প্রচারনা) পছন্দ করেন না। (সুরা নিসাঃ ১৪৮)

ন্যায় বিচার

হে ঈমানদার লোকেরা! তোমরা ইনসাফের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর জন্য সত্যের সাক্ষী হিসেবে নিজেকে উপস্থাপন করো, যদি এ (কাজ) টি তোমাদের নিজের, তোমাদের পিতা-মাতা কিংবা নিকট আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায় সে ধনী হোক কিংবা অভাবী, আল্লাহ্ তাদের উভয়েরই ঘনিষ্ঠতর অতএব তোমরা ন্যায় বিচার করতে গিয়ে খেয়াল খুশির অনুসরন করোনা, তোমরা যদি পেঁচালো কথা বলো, কিংবা পাশ কাটিয়ে যাও, তবে জেনে রাখো, তোমরা যা কিছুই করো আল্লাহ্ সে বিষয়ে খবর রাখেন–(সুরা আন নিসাঃ১৩৫)

অপচয়

তোমরা খাও এবং পান কর, তবে কোনো অবস্থাতেই অপচয় করো না, আল্লাহ কখনো অপচয়কারীদের পছন্দ করেন না। (সুরা আল আ’রাফঃ৩১)

বুধবার, ১১ মার্চ, ২০১৫

সুদ

আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, আর সুদকে করেছেন হারাম (সুরা বাকারাঃ২৭৫)


যারা (সুদের) পুনরাবৃত্তি করবে, তারা হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে(সুরা বাকারাঃ২৭৫)

হে ঈমানদার লোকেরা! তোমরা সুদ খেয়োনা ক্রমবর্ধমান হারেআল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা সফল হতে পারবে(সূরা ইমরানঃ ১৩০)

হে মুমিনগন, তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ কর, যদি তোমরা মুমিন হও। কিন্তু যদি তোমরা তা না কর, তাহলে আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষনা নাও। (সুরা বাকারা)

ঘুষ

তোমরা একে অন্যের অর্থ সম্পদ অন্যায় অবৈধভাবে আত্মসাত করো না, জেনে বুঝে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করার জন্য এর একাংশ বিচারকদের সামনে (ঘুষ কিংবা উপঢৌকন হিসাবে) পেশ করো না। (সুরা বাকারাঃ১৮৮)

সূরা আল আসর

সূরা আল আসর
পরম করুণাময় আল্লাহ্‌র নামে
সময়ের শপথ
মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে

তবে তারা নয়, যারা ঈমান আনে, ভাল কাজ করে, একে অপরকে (ভাল কাজের) উপদেশ দেয় এবং একে অপরকে ধৈর্য্য ধারন করার উপদেশ দেয়

আল্লাহর আইনের অনুসরন করা

তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা পাঠানো করা হয়েছে তোমরা কেবল তারই অনুসরণ করোএবং তাঁকে (আল্লাহকে) ছাড়া অন্য বন্ধুদের (সাথীদের) অনুসরণ করোনা (সুরা আল-আরাফঃ৩)

সত্যের স্বাক্ষ্য

হে ঈমানদার লোকেরা! তোমরা ইনসাফের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর জন্য সত্যের সাক্ষী হিসেবে নিজেকে উপস্থাপন করো, যদি এ (কাজ) টি তোমাদের নিজের, তোমাদের পিতা-মাতা কিংবা নিকট আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায় সে ধনী হোক কিংবা অভাবী, আল্লাহ্ তাদের উভয়েরই ঘনিষ্ঠতর অতএব তোমরা ন্যায় বিচার করতে গিয়ে খেয়াল খুশির অনুসরন করোনা, তোমরা যদি পেঁচালো কথা বলো, কিংবা পাশ কাটিয়ে যাও, তবে জেনে রাখো, তোমরা যা কিছুই করো আল্লাহ্ সে বিষয়ে খবর রাখেন–(সুরা আন নিসাঃ১৩৫)

সালামের উত্তর দেয়া

যখন তোমাদের (সালাম বা অন্য কিছু দ্বারা) অভিবাদন জানানো হয়, তখন তোমরা তার চাইতে উত্তম পন্থায় তার জবাব দাও, অথবা কমপক্ষে অনুরূপ জবাব দাওনিশ্চয়ই আল্লাহ্ সব কিছুর হিসাব গ্রহণ করবেন (সুরা আন নিসাঃ ৮৬)

সূরা আন নিসাঃ৭৬




যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা (আল্লাহকে) অস্বীকার করেছে তারা লড়াই করে তাগুতের পথে, অতএব তোমরা যুদ্ধ করো শয়তান ও তার বন্ধুদের বিরুদ্ধে অবশ্যই শয়তানের চক্রান্ত দুর্বল (সূরা আন নিসাঃ৭৬)

মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

সূরা আত তাকাসুর

সূরা আত তাকাসুর

পরম করুণাময় আল্লাহ্‌র নামে
1.             অধিক (প্রাচুর্য/সম্পদ) লাভের প্রতিযোগিতা তোমাদের মোহগ্রস্ত করে রেখেছে,
2.            এমনি করেই তোমরা কবরের কাছে গিয়ে হাজির হবে (মৃত্যু বরণ করবে)
3.        না (এ কাজ সংগত নয়), তোমরা অচরেই জানতে পারবে!
4.         আবার বলছি, না, তোমরা সহসাই জানতে পারবে (এর পরিনাম)
5.            (কত ভাল হত) যদি তোমরা সঠিক জ্ঞান কি তা জানতে পারতে
6.            তোমরা অবশ্যই জাহান্নাম (জ্বলন্ত আগুন) দেখতে পাবে,
7.            তোমরা অবশ্যই তা নিজ চোখে দেখতে পাবে

8.           সেদিন (আল্লাহর) নেয়ামত সম্পর্কে তোমাদের অবশ্যই জিজ্ঞাসা করা হবে