Adsence

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

ন্যায় বিচার

হে ঈমানদার লোকেরা! তোমরা ইনসাফের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর জন্য সত্যের সাক্ষী হিসেবে নিজেকে উপস্থাপন করো, যদি এ (কাজ) টি তোমাদের নিজের, তোমাদের পিতা-মাতা কিংবা নিকট আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায় সে ধনী হোক কিংবা অভাবী, আল্লাহ্ তাদের উভয়েরই ঘনিষ্ঠতর অতএব তোমরা ন্যায় বিচার করতে গিয়ে খেয়াল খুশির অনুসরন করোনা, তোমরা যদি পেঁচালো কথা বলো, কিংবা পাশ কাটিয়ে যাও, তবে জেনে রাখো, তোমরা যা কিছুই করো আল্লাহ্ সে বিষয়ে খবর রাখেন–(সুরা আন নিসাঃ১৩৫)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন