Adsence

বুধবার, ১১ জুন, ২০১৪

কবরে/কবর স্থানে নামাজ পড়া

  • ইবনে উমর (রাঃ) থেকে বর্নিত। নবী (সাঃ) বলেছেন, তোমরা নিজেদের ঘরে নামাজ আদায় কর এবং তাকে কবর বানিয়ো না। (সহীহ আল বুখারী)
  • আবু হুরাইরা (রাঃ) থেকে বর্নিত। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, আল্লাহ ইয়াহুদী সম্প্রদায়কে ধ্বংস করুক। কেননা তারা নিজেদের নবীদের কবরকে মসজিদে পরিনত করেছে। (সহীহ আল বুখারী)
  • আয়েশা (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, উম্মে সালমা রাসুলুল্লাহ (সাঃ) এর নিকট আবিসিনিয়ার ম্যারি গির্জার কথা বর্ননা করলেন। তিনি সেখানে যে সকল প্রতিমুর্তি দেখেছিলেন তা উল্ল্যেখ করলেন। রাসুলুল্লাহ (সাঃ) বলেন, তাদের সম্প্রদায়ের যখন কোনো সৎলোক বা নেক বান্দাহ মারা যেত, তারা তার কবরকে মসজিদে পরিনত করতো এবং সেখানে তার প্রতিমূর্তি স্থাপন করা হতো। তারা আল্লাহর নিকট সৃষ্টির অধম। (সহীহ আল বুখারী)

শুক্রবার, ৬ জুন, ২০১৪

মুসলমানের পরিচয়

  • আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্নিত। নবী (সাঃ) বলেছেন, যার জিহবা ও হাত থেকে মুসলমানগন নিরাপদ থাকে সে-ই মুসলিম। আর মুহাজির হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহ যা নিষেধ করেছেন তা ত্যাগ করে। (সহীহ আল বুখারী) 
  • আবু হুরাইরা (রাঃ) থেকে বর্নিত। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, যার হাতে আমার জীবন রয়েছে তার কসম, তোমাদের কেউ ঈমানদার হয় না, যতক্ষন না আমি তার নিকট তার পিতা ও পুত্রের চেয়েও প্রিয়তর হই।(সহীহ আল বুখারী)

এক মুসলমানের উপর অন্য মুসলমানের হক

আবু হুরাইরা (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি, এক মুসলমানের ওপর অন্য মুসলমানের পাচটি হক রয়েছে, যথা-
- সালামের জবাব দেয়া
- রুগ্ন ব্যক্তির সেবা-শুশ্রুষা করা
- জানাযায় শরীক হওয়া
- দাওয়াত কবুল করা ও
- হাচি দাতার "আল হামদুলিল্লাহ" এর জবাবে "ইয়ারহামুকুমুল্লাহ" বলা। (সহীহ আল বুখারী)

বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪

কাজের ফলাফল ও নিয়ত

১) আবু মাসউদ (রাঃ) থেকে বর্নিত। নবী (সাঃ) বলেন, কোনো ব্যাক্তি সওয়াবের আশায় তার পরিবারের জন্য খরচ করলে তা তার জন্য সদকা হবে। (সহীহ আল বুখারী)

২) সা'দ ইবনে ওয়াক্কাস (রাঃ) থেকে বর্নিত। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে কোনো খরচ করলে তার পুরস্কার তোমাকে অবশ্যই দেয়া হবে। এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দেবে (তারও সওয়াব পাবে)। (সহীহ আল বুখারী)

৩) হযরত উমর (রাঃ) থেকে বর্নিত। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, সব কাজই নিয়ত অনুযায়ী হয়। আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে তাই পায়। কাজেই যার হিজরত আল্লাহ ও তার রাসুলের জন্য হয়েছে, তার হিজরত আল্লাহ ও তার রাসুলের জন্যই হয়েছে। আর যার হিজরত দুনিয়া লাভের বা কোনো মেয়েকে বিয়ে করার নিয়তে হয়েছে, তার হিজরত উক্ত উদ্দেশ্যেই হয়েছে। (সহীহ আল বুখারী)

অন্তরে গুনাহ করার ইচ্ছা পোষন করা

আহনাফ ইবনে কায়েস (রাঃ) বর্ননা করেন। আমি এ ব্যক্তিকে (আলী (রাঃ) অথবা উসমান (রাঃ) ) সাহায্য করতে চললাম। পথিমধ্যে আবু বকর (রাঃ) এর সাথে দেখা হল। তিনি জিজ্ঞেস করলেন কোথায় যেতে চাও? আমি বললাম এ ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি। তিনি বললেন ফিরে যাও, কারন আমি রাসুলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি ,
"যখন দু'জন মুসলমান তাদের তরবারী নিয়ে পরস্পর মুখোমুখি হয়, তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামী হয়। আমি বললাম, হে আল্লাহর রাসুল! এতো হত্যাকারীর কথা, কিন্তু নিহত ব্যক্তির ব্যাপারটি কেমন হল? তিনি বললেন, সে তার সাথীকে হত্যা করতে লালায়িত ছিলো। (সহীহ আল বুখারী)

ঈমানের স্বাদ

১) আনাস (রাঃ) থেকে বর্ণিত। নবী (সাঃ) বলেছেন, যার মধ্যে তিনটি গুন আছে সে ঈমানের স্বাদ পায়। 
১) তার নিকট অপর সকলের চেয়ে আল্লাহ ও তার রাসুল প্রিয়তর হয়।
২) কাউকে ভালবাসলে আল্লাহর জন্যই ভালবাসে।
৩) আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেমন অপ্রিয় জানে, কুফরীতে ফিরে যাওয়াকেও তেমনি অপ্রিয় জ্ঞান করে। (সহীহ আল বুখারী)


২) আনাস (রাঃ) থেকে বর্নিত। নবী (সাঃ) বলেছেন, তোমাদের কেউ ঈমানদার হয় না, যতক্ষন পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে তার মুসলিম ভাইয়ের জন্যও তাই পছন্দ করে। (সহীহ আল বুখারী)