Adsence

বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪

অন্তরে গুনাহ করার ইচ্ছা পোষন করা

আহনাফ ইবনে কায়েস (রাঃ) বর্ননা করেন। আমি এ ব্যক্তিকে (আলী (রাঃ) অথবা উসমান (রাঃ) ) সাহায্য করতে চললাম। পথিমধ্যে আবু বকর (রাঃ) এর সাথে দেখা হল। তিনি জিজ্ঞেস করলেন কোথায় যেতে চাও? আমি বললাম এ ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি। তিনি বললেন ফিরে যাও, কারন আমি রাসুলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি ,
"যখন দু'জন মুসলমান তাদের তরবারী নিয়ে পরস্পর মুখোমুখি হয়, তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামী হয়। আমি বললাম, হে আল্লাহর রাসুল! এতো হত্যাকারীর কথা, কিন্তু নিহত ব্যক্তির ব্যাপারটি কেমন হল? তিনি বললেন, সে তার সাথীকে হত্যা করতে লালায়িত ছিলো। (সহীহ আল বুখারী)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন