Adsence

বুধবার, ১১ জুন, ২০১৪

কবরে/কবর স্থানে নামাজ পড়া

  • ইবনে উমর (রাঃ) থেকে বর্নিত। নবী (সাঃ) বলেছেন, তোমরা নিজেদের ঘরে নামাজ আদায় কর এবং তাকে কবর বানিয়ো না। (সহীহ আল বুখারী)
  • আবু হুরাইরা (রাঃ) থেকে বর্নিত। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, আল্লাহ ইয়াহুদী সম্প্রদায়কে ধ্বংস করুক। কেননা তারা নিজেদের নবীদের কবরকে মসজিদে পরিনত করেছে। (সহীহ আল বুখারী)
  • আয়েশা (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, উম্মে সালমা রাসুলুল্লাহ (সাঃ) এর নিকট আবিসিনিয়ার ম্যারি গির্জার কথা বর্ননা করলেন। তিনি সেখানে যে সকল প্রতিমুর্তি দেখেছিলেন তা উল্ল্যেখ করলেন। রাসুলুল্লাহ (সাঃ) বলেন, তাদের সম্প্রদায়ের যখন কোনো সৎলোক বা নেক বান্দাহ মারা যেত, তারা তার কবরকে মসজিদে পরিনত করতো এবং সেখানে তার প্রতিমূর্তি স্থাপন করা হতো। তারা আল্লাহর নিকট সৃষ্টির অধম। (সহীহ আল বুখারী)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন