Adsence

শুক্রবার, ৬ জুন, ২০১৪

এক মুসলমানের উপর অন্য মুসলমানের হক

আবু হুরাইরা (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি, এক মুসলমানের ওপর অন্য মুসলমানের পাচটি হক রয়েছে, যথা-
- সালামের জবাব দেয়া
- রুগ্ন ব্যক্তির সেবা-শুশ্রুষা করা
- জানাযায় শরীক হওয়া
- দাওয়াত কবুল করা ও
- হাচি দাতার "আল হামদুলিল্লাহ" এর জবাবে "ইয়ারহামুকুমুল্লাহ" বলা। (সহীহ আল বুখারী)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন