Adsence

বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪

ঈমানের স্বাদ

১) আনাস (রাঃ) থেকে বর্ণিত। নবী (সাঃ) বলেছেন, যার মধ্যে তিনটি গুন আছে সে ঈমানের স্বাদ পায়। 
১) তার নিকট অপর সকলের চেয়ে আল্লাহ ও তার রাসুল প্রিয়তর হয়।
২) কাউকে ভালবাসলে আল্লাহর জন্যই ভালবাসে।
৩) আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেমন অপ্রিয় জানে, কুফরীতে ফিরে যাওয়াকেও তেমনি অপ্রিয় জ্ঞান করে। (সহীহ আল বুখারী)


২) আনাস (রাঃ) থেকে বর্নিত। নবী (সাঃ) বলেছেন, তোমাদের কেউ ঈমানদার হয় না, যতক্ষন পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে তার মুসলিম ভাইয়ের জন্যও তাই পছন্দ করে। (সহীহ আল বুখারী)

1 টি মন্তব্য:

  1. আল্লাহ আমাদের ঈমান কে পরিপূর্ন করার তওফীক দিন।

    উত্তরমুছুন