Adsence

রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৩

অন্যায় এবং পাপ কাজে বাধা দেওয়ার গুরুত্ব

  • হযরত যারীর ইবনে আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্নিত, তিনি বলেন, আমি আল্লাহর নবীকে একথা বলতে শুনেছি যে, যে জাতির মধ্যে কোন এক ব্যাক্তি পাপ কার্যে লিপ্ত হয়, আর উক্ত জাতির লোকেরা শক্তি রাখা সত্তেও তা হতে তাকে বিরত রাখে না, আল্লাহ সে জাতির ওপর মৃত্যুর পূর্বেই এক ভয়াবহ আযাব চাপিয়ে দিবেন। (আবু দাউদ)

  • আদি ইবনে আলী আলকিন্দী হতে বর্নিত। তিনি বলেন, আমাদের এক মুক্ত ক্রীতদাস আমাদের নিকট বর্ননা করেছেন যে, সে আমার দাদাকে একথা বলতে শুনেছেন যে, আমি রাসুলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি, আল্লাহ কখনো বিশেষ লোকদের অপরাধমূলক কাজের কারনে সাধারন লোকদের ওপর আযাব নাযিল করেন না। কিন্তু তারা যদি তাদের সম্মুখে প্রকাশ্যভাবে পাপ কাজ অনুষ্ঠিত হতে দেখে এবং তারা তার প্রতিবাদ করতে ও তা বন্ধ করতে সক্ষম হওয়া সত্তেও তা বন্ধ না করে কিংবা প্রতিবাদ না করে, তাহলে ঠিক তখনই আল্লাহ তা'আলা সাধারন ও বিশেষ সকল লোককে একই আযাবে নিক্ষেপ করেন। (শরহে সুন্নাহ)  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন