Adsence

সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

সূরা আল মোনাফেকুনঃ ৯

হে ঈমানদার ব্যাক্তিরা, তোমাদের ঐশ্বর্য ও সন্তানাদি যেন কখনো তোমাদের আল্লাহর স্মরন থেকে উদাসীন না করে দেয়, যারা এ কাজ করবে তারা চরম ক্ষতিগ্রস্থ হবে।(সূরা আল মোনাফেকুনঃ ৯)

সূরা আন নিসাঃ ৭৫

তোমাদের কি হয়েছে, তোমরা আল্লাহর পথে সেসব অসহায় নর-নারী ও শিশুদের জন্যে লড়াই করো না, যারা ফরিয়াদ করছে, হে আমাদের মালিক, আমাদের যালেমদের এই জনপদ থেকে বের করে নিয়ে যাও, অতপর তুমি আমাদের জন্যে তোমার কাছ থেকে একজন অভিভাবক দাও, তোমার কাছ থেকে আমাদের জন্যে একজন সাহায্যকারী পাঠাও। (সূরা আন নিসাঃ ৭৫)

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫

সূরা আল বাকারাঃ ৮


সূরা আন নিসাঃ ৭৫

তোমাদের কি হয়েছে, তোমরা আল্লাহর পথে সেসব অসহায় নর-নারী ও শিশুদের জন্যে লড়াই করো না, যারা ফরিয়াদ করছে, হে আমাদের মালিক, আমাদের যালেমদের এই জনপদ থেকে বের করে নিয়ে যাও, অতপর তুমি আমাদের জন্যে তোমার কাছ থেকে একজন অভিভাবক দাও, তোমার কাছ থেকে আমাদের জন্যে একজন সাহায্যকারী পাঠাও। 

সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫

সুরা আল আনফালঃ২

মুমিন তো হচ্ছে সেসব লোক, আল্লাহকে স্মরন করানো হলে তাদের হৃদয় কম্পিত হয়ে ওঠে এবং যখন তাদের সামনে তাঁর আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা তাদের মালিকের ওপর নির্ভর করে। (সুরা আল আনফালঃ২)

সুরা ইউনুসঃ ৪৪

নিশ্চই আল্লাহ মানুষের ওপর কোনো রকম যুলুম করেন না, মানুষেরা নিজেরাই নিজেদের ওপর যুলুম করে। (সুরা ইউনুসঃ ৪৪)

সুরা আত তাওবাঃ২৯

যারা আল্লাহর ওপর ঈমান আনে না, পরকালের ওপর ঈমান আনেনা, আল্লাহ ও তার রাসুল যা কিছু হারাম করেছেন তা হারাম বলে স্বীকার করেনা, সত্য দ্বীনকে জীবন ব্যাবস্থা হিসাবে গ্রহন করেনা, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই চালিয়ে যাও, যে পর্যন্ত না তারা পদানত হয়ে স্বেচ্ছায় জিযিয়া দিতে শুরু করে। (সুরা আত তাওবাঃ২৯)

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫

সালাম দেয়া এবং সালামের উত্তর দেয়া

যখন তোমাদের (সালাম বা অন্য কিছু দ্বারা) অভিবাদন জানানো হয়, তখন তোমরা তার চাইতে উত্তম পন্থায় তার জবাব দাও, অথবা কমপক্ষে অনুরূপ জবাব দাওনিশ্চয়ই আল্লাহ্ সব কিছুর হিসাব গ্রহণ করবেন (সুরা আন নিসাঃ ৮৬) আল্লাহ প্রকাশ্যভাবে মন্দ বলা (পাপ ও মন্দ কথার প্রচারনা) পছন্দ করেন না। (সুরা নিসাঃ ১৪৮)

ন্যায় বিচার

হে ঈমানদার লোকেরা! তোমরা ইনসাফের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর জন্য সত্যের সাক্ষী হিসেবে নিজেকে উপস্থাপন করো, যদি এ (কাজ) টি তোমাদের নিজের, তোমাদের পিতা-মাতা কিংবা নিকট আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায় সে ধনী হোক কিংবা অভাবী, আল্লাহ্ তাদের উভয়েরই ঘনিষ্ঠতর অতএব তোমরা ন্যায় বিচার করতে গিয়ে খেয়াল খুশির অনুসরন করোনা, তোমরা যদি পেঁচালো কথা বলো, কিংবা পাশ কাটিয়ে যাও, তবে জেনে রাখো, তোমরা যা কিছুই করো আল্লাহ্ সে বিষয়ে খবর রাখেন–(সুরা আন নিসাঃ১৩৫)

অপচয়

তোমরা খাও এবং পান কর, তবে কোনো অবস্থাতেই অপচয় করো না, আল্লাহ কখনো অপচয়কারীদের পছন্দ করেন না। (সুরা আল আ’রাফঃ৩১)

বুধবার, ১১ মার্চ, ২০১৫

সুদ

আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, আর সুদকে করেছেন হারাম (সুরা বাকারাঃ২৭৫)


যারা (সুদের) পুনরাবৃত্তি করবে, তারা হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে(সুরা বাকারাঃ২৭৫)

হে ঈমানদার লোকেরা! তোমরা সুদ খেয়োনা ক্রমবর্ধমান হারেআল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা সফল হতে পারবে(সূরা ইমরানঃ ১৩০)

হে মুমিনগন, তোমরা আল্লাহকে ভয় কর এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ কর, যদি তোমরা মুমিন হও। কিন্তু যদি তোমরা তা না কর, তাহলে আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষনা নাও। (সুরা বাকারা)

ঘুষ

তোমরা একে অন্যের অর্থ সম্পদ অন্যায় অবৈধভাবে আত্মসাত করো না, জেনে বুঝে অন্যায়ভাবে অন্যের সম্পদ ভোগ করার জন্য এর একাংশ বিচারকদের সামনে (ঘুষ কিংবা উপঢৌকন হিসাবে) পেশ করো না। (সুরা বাকারাঃ১৮৮)

সূরা আল আসর

সূরা আল আসর
পরম করুণাময় আল্লাহ্‌র নামে
সময়ের শপথ
মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে

তবে তারা নয়, যারা ঈমান আনে, ভাল কাজ করে, একে অপরকে (ভাল কাজের) উপদেশ দেয় এবং একে অপরকে ধৈর্য্য ধারন করার উপদেশ দেয়

আল্লাহর আইনের অনুসরন করা

তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা পাঠানো করা হয়েছে তোমরা কেবল তারই অনুসরণ করোএবং তাঁকে (আল্লাহকে) ছাড়া অন্য বন্ধুদের (সাথীদের) অনুসরণ করোনা (সুরা আল-আরাফঃ৩)

সত্যের স্বাক্ষ্য

হে ঈমানদার লোকেরা! তোমরা ইনসাফের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর জন্য সত্যের সাক্ষী হিসেবে নিজেকে উপস্থাপন করো, যদি এ (কাজ) টি তোমাদের নিজের, তোমাদের পিতা-মাতা কিংবা নিকট আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায় সে ধনী হোক কিংবা অভাবী, আল্লাহ্ তাদের উভয়েরই ঘনিষ্ঠতর অতএব তোমরা ন্যায় বিচার করতে গিয়ে খেয়াল খুশির অনুসরন করোনা, তোমরা যদি পেঁচালো কথা বলো, কিংবা পাশ কাটিয়ে যাও, তবে জেনে রাখো, তোমরা যা কিছুই করো আল্লাহ্ সে বিষয়ে খবর রাখেন–(সুরা আন নিসাঃ১৩৫)

সালামের উত্তর দেয়া

যখন তোমাদের (সালাম বা অন্য কিছু দ্বারা) অভিবাদন জানানো হয়, তখন তোমরা তার চাইতে উত্তম পন্থায় তার জবাব দাও, অথবা কমপক্ষে অনুরূপ জবাব দাওনিশ্চয়ই আল্লাহ্ সব কিছুর হিসাব গ্রহণ করবেন (সুরা আন নিসাঃ ৮৬)

সূরা আন নিসাঃ৭৬




যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা (আল্লাহকে) অস্বীকার করেছে তারা লড়াই করে তাগুতের পথে, অতএব তোমরা যুদ্ধ করো শয়তান ও তার বন্ধুদের বিরুদ্ধে অবশ্যই শয়তানের চক্রান্ত দুর্বল (সূরা আন নিসাঃ৭৬)

মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

সূরা আত তাকাসুর

সূরা আত তাকাসুর

পরম করুণাময় আল্লাহ্‌র নামে
1.             অধিক (প্রাচুর্য/সম্পদ) লাভের প্রতিযোগিতা তোমাদের মোহগ্রস্ত করে রেখেছে,
2.            এমনি করেই তোমরা কবরের কাছে গিয়ে হাজির হবে (মৃত্যু বরণ করবে)
3.        না (এ কাজ সংগত নয়), তোমরা অচরেই জানতে পারবে!
4.         আবার বলছি, না, তোমরা সহসাই জানতে পারবে (এর পরিনাম)
5.            (কত ভাল হত) যদি তোমরা সঠিক জ্ঞান কি তা জানতে পারতে
6.            তোমরা অবশ্যই জাহান্নাম (জ্বলন্ত আগুন) দেখতে পাবে,
7.            তোমরা অবশ্যই তা নিজ চোখে দেখতে পাবে

8.           সেদিন (আল্লাহর) নেয়ামত সম্পর্কে তোমাদের অবশ্যই জিজ্ঞাসা করা হবে

রবিবার, ২৫ জানুয়ারী, ২০১৫

কৃত্রিম চুল লাগানো নিষেধ

ইবনে উমার (রাঃ) থেকে বর্নিত। যে ব্যক্তি চুল জোড়া লাগায় আর যে এ কাজে সাহায্য করে এবং যে উলকি আঁকে এবং যে আঁকায় তাদের ওপর রাসুলুল্লাহ (সাঃ) অভিশাপ করেছেন। (সহীহ মুসলিম)

আসমা বিনতে আবু বকর (রাঃ) থেকে বর্নিত। এক মহিলা নবী (সাঃ) এর নিকট উপস্থিত হয়ে বলল, আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি। তার মাথার চুল পড়ে গেছে। অথচ তার স্বামী চুল খুবই পছন্দ করে। ইয়া রাসুলাল্লাহ! আমি কি তার মাথায় কৃত্রিম চুল লাগিয়ে দেব? তিনি এরুপ করতে নিষেধ করলেন। (সহীহ মুসলিম)

পুরুষদের রেশমী কাপড় পড়া এবং সোনা রুপার পাত্রে আহার করা

আব্দুল্লাহ ইবনে উকাইম (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, আমরা মাদায়েনে হুযাইফার (রাঃ) সাথে ছিলাম। তিনি পানি চাইলেন। এক গ্রামীন লোক রুপার পাত্রে পানি নিয়ে আসল। তিনি তা পাত্র সহ ফেলে দিলেন এবং বললেন, আমি তোমাদের বলে দিচ্ছি যে, আমি তাকে বলেছিলাম এ পাত্রে পানি এনোনা। কেননা রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, সোনা রুপার পাত্রে পান করো না এবং রেশমী কাপড় পরিধান করো না। (মুসলিম)


খেজুর এবং কিশমিশ একত্রে মিশিয়ে খাওয়া নিষেধ

১) আতা বলেন। আমি জাবির ইবনে আব্দুল্লাহ (রাঃ) কে বলতে শুনেছি। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ তোমরা নাবীয তৈরী করার জন্য পাকা ও কাচা খেজুর একত্রিত করে এবং কিশমিশ ও খোরমা একত্রিত করে ভিজাবে না। (মুসলিম)

২) আবু সাঈদ (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) আমাদেরকে কিশমিশ ও খোরমা এবং কাচা ও শুকনো খেজুরকে একত্রে মিশিয়ে ভিজাতে নিষেধ করেছেন। (মুসলিম)

৩) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) কিশমিশ ও খোরমা, কাচা খেজুর ও খোরমা একত্রে মিশ্রিত করে ভিজাতে নিষেধ করেছেন। তবে এর প্রত্যেকটিকে পৃথক পৃথকভাবে ভিজানোর অনুমতি দিয়েছেন। (মুসলিম)



বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০১৫

অহংকার গর্ব

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্নিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যার অন্তরে অনু পরিমান গর্ব অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক ব্যাক্তি বললঃ কোনো ব্যক্তি এটাই পছন্দ করে যে তার পোষাক সুন্দর হোক এবং জুতা জোড়াও সুন্দর হোক (তাও কি অহংকার)। তিনি বললেনঃ আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন, পকৃতপক্ষে অহংকার হচ্ছে, সত্য ও ন্যায়কে উক্ষেপন করা এবং মানুষকে তুচ্ছ মনে করা। (সহীহ মুসলিম)

নেতৃত্বের হকদার

আবু সাঈদ খুদরী থেকে বর্নিত। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন: ইমামত বা নেতৃত্বের সবচাইতে বেশী হকদার সেই ব্যক্তি যে সবচেয়ে বেশী কুরআন মজীদ অধ্যয়ন করেছে। (সহীহ মুসলিম) 

সোমবার, ১৯ জানুয়ারী, ২০১৫

অত্যাচারী শাসক জাহান্নামী

হাসান বসরী থেকে বর্নিত। তিনি বলেন, মা'কাল ইবনে ইয়াসার আল-মুযানী (রাঃ) যে রোগে ইন্তেকাল করেন, সে সময় উবাইদুল্লাহ ইবনে যিয়াদ তাকে দেখতে গেলো। মা'কাল (রাঃ) বললেন, আমি তোমাকে এমন একটি হাদীস শুনাবো যা আমি রাসুলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি। কিন্ত যদি আমি জানতে পারতাম যে, আমি আরো কিছুদিন জীবিত থাকবো, তাহলে আজও আমি তোমাকে তা বর্ননা করতাম না। আমি রাসুলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি, যদি কোনো বান্দাহকে আল্লাহ জনগনের শাসক নিযুক্ত করেন, আর সে তাদের অধিকার হরন করে এবং খেয়ানতকারী হিসাবে মৃত্যুবরন করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। (সহীহ মুসলিম)