Adsence

রবিবার, ২৫ জানুয়ারী, ২০১৫

খেজুর এবং কিশমিশ একত্রে মিশিয়ে খাওয়া নিষেধ

১) আতা বলেন। আমি জাবির ইবনে আব্দুল্লাহ (রাঃ) কে বলতে শুনেছি। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ তোমরা নাবীয তৈরী করার জন্য পাকা ও কাচা খেজুর একত্রিত করে এবং কিশমিশ ও খোরমা একত্রিত করে ভিজাবে না। (মুসলিম)

২) আবু সাঈদ (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) আমাদেরকে কিশমিশ ও খোরমা এবং কাচা ও শুকনো খেজুরকে একত্রে মিশিয়ে ভিজাতে নিষেধ করেছেন। (মুসলিম)

৩) আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) কিশমিশ ও খোরমা, কাচা খেজুর ও খোরমা একত্রে মিশ্রিত করে ভিজাতে নিষেধ করেছেন। তবে এর প্রত্যেকটিকে পৃথক পৃথকভাবে ভিজানোর অনুমতি দিয়েছেন। (মুসলিম)



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন