Adsence

রবিবার, ২৫ জানুয়ারী, ২০১৫

কৃত্রিম চুল লাগানো নিষেধ

ইবনে উমার (রাঃ) থেকে বর্নিত। যে ব্যক্তি চুল জোড়া লাগায় আর যে এ কাজে সাহায্য করে এবং যে উলকি আঁকে এবং যে আঁকায় তাদের ওপর রাসুলুল্লাহ (সাঃ) অভিশাপ করেছেন। (সহীহ মুসলিম)

আসমা বিনতে আবু বকর (রাঃ) থেকে বর্নিত। এক মহিলা নবী (সাঃ) এর নিকট উপস্থিত হয়ে বলল, আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি। তার মাথার চুল পড়ে গেছে। অথচ তার স্বামী চুল খুবই পছন্দ করে। ইয়া রাসুলাল্লাহ! আমি কি তার মাথায় কৃত্রিম চুল লাগিয়ে দেব? তিনি এরুপ করতে নিষেধ করলেন। (সহীহ মুসলিম)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন