Adsence

বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০১৫

অহংকার গর্ব

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্নিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যার অন্তরে অনু পরিমান গর্ব অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক ব্যাক্তি বললঃ কোনো ব্যক্তি এটাই পছন্দ করে যে তার পোষাক সুন্দর হোক এবং জুতা জোড়াও সুন্দর হোক (তাও কি অহংকার)। তিনি বললেনঃ আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন, পকৃতপক্ষে অহংকার হচ্ছে, সত্য ও ন্যায়কে উক্ষেপন করা এবং মানুষকে তুচ্ছ মনে করা। (সহীহ মুসলিম)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন