Adsence

রবিবার, ২৫ জানুয়ারী, ২০১৫

পুরুষদের রেশমী কাপড় পড়া এবং সোনা রুপার পাত্রে আহার করা

আব্দুল্লাহ ইবনে উকাইম (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, আমরা মাদায়েনে হুযাইফার (রাঃ) সাথে ছিলাম। তিনি পানি চাইলেন। এক গ্রামীন লোক রুপার পাত্রে পানি নিয়ে আসল। তিনি তা পাত্র সহ ফেলে দিলেন এবং বললেন, আমি তোমাদের বলে দিচ্ছি যে, আমি তাকে বলেছিলাম এ পাত্রে পানি এনোনা। কেননা রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, সোনা রুপার পাত্রে পান করো না এবং রেশমী কাপড় পরিধান করো না। (মুসলিম)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন