Adsence

বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪

কাজের ফলাফল ও নিয়ত

১) আবু মাসউদ (রাঃ) থেকে বর্নিত। নবী (সাঃ) বলেন, কোনো ব্যাক্তি সওয়াবের আশায় তার পরিবারের জন্য খরচ করলে তা তার জন্য সদকা হবে। (সহীহ আল বুখারী)

২) সা'দ ইবনে ওয়াক্কাস (রাঃ) থেকে বর্নিত। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে কোনো খরচ করলে তার পুরস্কার তোমাকে অবশ্যই দেয়া হবে। এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দেবে (তারও সওয়াব পাবে)। (সহীহ আল বুখারী)

৩) হযরত উমর (রাঃ) থেকে বর্নিত। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, সব কাজই নিয়ত অনুযায়ী হয়। আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে তাই পায়। কাজেই যার হিজরত আল্লাহ ও তার রাসুলের জন্য হয়েছে, তার হিজরত আল্লাহ ও তার রাসুলের জন্যই হয়েছে। আর যার হিজরত দুনিয়া লাভের বা কোনো মেয়েকে বিয়ে করার নিয়তে হয়েছে, তার হিজরত উক্ত উদ্দেশ্যেই হয়েছে। (সহীহ আল বুখারী)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন