Adsence

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪

দ্বীনের ইলম বিদায় নেয়ার অর্থ

যিয়াদ বিন লুবাইদ (রাঃ) থেকে বর্ণিত। নবী করীম (সাঃ) একদিন একটা বিষয় উল্লেখ করেন এবং বলেন, ওটা এমন সময় ঘটবে যখন দ্বীনের ইলম বিদায় নিবে। আমি বললাম, হে আল্লাহর রাসুল, ইলম কিভাবে চলে যাবে ? আমরা আল কুরআন পড়ছি এবং আমাদের সন্তানদের তা শিখাচ্ছি। তারা আবার তাদের সন্তানদেরকে শিখাবে। রাসুলুল্লাহ (সাঃ) বললেন, আমি তোমাকে মদীনার প্রজ্ঞাবান ব্যক্তিদের একজন বলে মনে করতাম। তুমি কি দেখছোনা ইয়াহুদী এবং নাসারাগন তাওরাত এবং ইঞ্জিল পড়ছে অথচ ঐ গুলোর শিক্ষার আলোকে কাজ করছে না ? -(ইবনে মাজাহ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন