Adsence

রবিবার, ২৮ জুলাই, ২০১৩

সাহরী করা

১।  হযরত  আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সাহরী খাও কারন সাহরীর মধ্যে বরকত আছে। (বুখারী ও মুসলিম) 

২।   হযরত  আমর ইবনুল আস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমাদের রোজা ও আহলে কিতাবের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে সাহরী খাওয়া। (মুসলিম)

৩।     হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মুয়াজ্জিন ছিলো দুজন, হযরত বিলাল ও ইবনে উম্মে মাকতুম (রাঃ) । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বিলাল রাতে আযান দেয় । অতএব তার আযানের পর পানাহার করতে থাকো যতক্ষন না উম্মে মাকতুম আযান দেয় । (ইবনে উমর) বলেন, তাদের দুজনের আযানের মাঝখানে পার্থক্য ছিলো এতটুকু যে, একজন অবতরন করতেন এবং অপরজন আরোহন করতেন। (বুখারী ও মুসলিম)  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন