Adsence

রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

শ্রমীকের মজুরী


মজুর বা শ্রমীকের অধীকার  ঃ

১) ইবনে উমর (রাঃ) বর্ননা করেছেন, রাসূলুল্লাহ (সা:) বলেছেন, "শ্রমীকের গায়ের ঘাম শুকাবার আগেই   তার পাওনা চুকিয়ে দাও ।" (ইবনে মাজা)


২) আবু হুরাইরা (রাঃ) থেকে বর্নিত, রাসূলুল্লাহ (সা:) বলেছেন, "আল্লাহ বলেন, শেষ বিচারের দিন তিন শ্রেনীর মানুষের সাথে আমার ঝগড়া হবে । তারা হচ্ছে ঐ ব্যক্তি যে কোনো আজাদ (মুক্ত) লোককে ধরে নিয়ে বিক্রি করে অর্জিত অর্থ ভোগ করে। ঐ ব্যক্তি যে শ্রমীক নিয়োগ করে পুরোকাজ আদায় করে নেয়  কিন্তু তার পাওনা তাকে দেয় না।" (বুখারী)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন