Adsence

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

তওবা


রিয়াদুস সালেহীন প্রথম খন্ড , (পরিচ্ছদ :২)

১৩।  হযরত  আবু হোরাইরা  (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন আমি রাসূলাল্লাহ (সা:) কে বলতে শুনেছি : আল্লাহর শপথ ; আমি  দিনের  মধ্যে  ৭০ বারেরও  অধিক আল্লাহর  কাছে ক্ষমা চাই এবং তওবা করি। (বুখারী)


১৭।  হযরত  আবু হোরাইরা  (রা:) থেকে বর্ণিত।  তিনি বলেন,  রাসূলাল্লাহ (সা:) বলেছেন : যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পূর্বে অর্থ্যাত মহাপ্রলয়ের পূর্বে তওবা  করে আল্লাহ তাআলা তার তওবা মঞ্জুর করেন।  (মুসলিম)



১৮।  হযরত  আব্দুল্লাহ ইবনে উমার (রা:) নবী করীম (সা:) থেকে বর্ননা করেন।  তিনি বলেছেন : মহান ও পরাক্রমশালী  আল্লাহ গড়গড় করার  অর্থাত  মৃত্যুর আলামত জাহির হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহর বান্দার তওবা মঞ্জুর করেন। (তিরমিযী)



২৩।  হযরত ইবনে আব্বাস ও আনাস ইবনে মালিক (রা:)  থেকে বর্ণিত।  রাসূলাল্লাহ (সা:) বলেছেন যদি কোনো আদম সন্তানের এক উপত্যকা পরিপূর্ণ সোনা রয় তবে সে দুটি উপত্যকা (ভর্তি সোনা)  পরিপূর্ণ পছন্দ করে। তার মুখ মৃত্তিকা ছাড়া আর কিছুতেই ভরেনা। অর্থাত তার আকাঙ্খা কবরের মৃত্তিকা ছাড়া আর কিছুতেই  নিবৃত হয় না। আর যে ব্যক্তি তওবা করে আল্লাহ তার তওবা  মঞ্জুর করেন।  (বুখারী ও মুসলিম) 

1 টি মন্তব্য: