Adsence

বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

প্রতিবেশী

১) আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "আল্লাহর শপথ, সে মুমিন নয়। আল্লাহর শপথ সে মুমিন নয়।" জিজ্ঞেস করা হল, হে আল্লাহর রাসুল, কে সে ব্যক্তি? রাসূলুল্লাহ (সাঃ) বললেন, "যার অনিষ্ট থেকে প্রতিবেশীগন নিরাপদ নয়।" (বুখারী ও মুসলিম)

২) আব্দুর রহমান ইবনে আবি কারাদ (রাঃ) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "যে ব্যক্তি চায় আল্লাহ ও তার রাসূল তাকে ভালবাসুক তাহলে তার উচিৎ কথা বলার সময় সত্য কথা বলা, আমানতদারের আমানত ফিরিয়ে দেয়া, প্রতিবেশীর সংগে উত্তম ব্যবহার করা।" (মিশকাত)


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন