Adsence

সোমবার, ২৭ মে, ২০১৩

দোয়া


১)
  জাবির (রা:) থেকে বর্ণিত।  তিনি বলেন,  রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,  তোমরা নিজেদের বদদোয়া করোনা,  নিজেদের সন্তানদের বদদোয়া করো না,  নিজেদের  সম্পদের জন্য বদদোয়া করো না,  কারন তা সেই সময়ে পরে যেতে পারে,  যখন  আল্লাহর  কাছে  কিছুর জন্য প্রার্থনা করলে তা কবুল হয়,  এভাবে এই  বদদোয়াটিও  তোমাদের জন্য কবুল হয়ে যেতে পারে। (মুসলিম) 

২)  আবু হুরায়রা (রা:)  থেকে  বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,  বান্দা যখন সিজদায় থাকে  তখন তার রবের সবচাইতে  নিকটবর্তী হয়,  কাজই তোমরা (সিজদায় গিয়ে)  বেশী করে দোয়া করো। (মুসলিম) 

৩)  আবু উমামা (রা:)  থেকে  বর্ণিত। তিনি বলেন,  রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হল,  কোন দোয়া বেশী কবুল হয়?  তিনি বলেন,  শেষ রাতের মধ্যকালের ও ফরজ নামাজের পরের দোয়া । (ইমাম তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন এবং একে হাসান হাদীস বলেছেন) 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন